সিলেটের জকিগঞ্জে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য আব্দুস সালাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চালকের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে অটোরিকশা ছিনতাই করেছিল আবদুস সালাম ও তার সহযোগীরা। গ্রেফতারের পর শনিবার আদালতে স্বীকারোক্তি দিয়েছে আবদুস সালাম। সে জানিয়েছে ছিনতাইয়ে তার সাথে আরও তিন সহযোগী ছিল।
শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আব্দুস সালাম বিশ্বনাথ উপজেলার লহরীদশ ঘর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। শনিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে সে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে জকিগঞ্জ থেকে কালিগঞ্জ যাওয়ার কথা বলে একটি অটোরিকশায় ওঠেন চার যাত্রী। কসকনকপুর ইউনিয়নের চেকপোস্ট ডরেরমোরা এলাকায় পৌঁছার পর গাড়ি চালক ময়নুল হককে (৪০) হাত-পা ও মুখ বেঁধে অটোরিকশাটি ছিনতাই করে যাত্রীবেশি ছিনতাইকারীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, আব্দুস সালাম আদালদে দেওয়া জবানবন্দিতে জানিয়েছে ছিনতাইয়ে তারা চারজন অংশ নেয়। ছিনতাইকালে স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে সে আত্মরক্ষার্থে নির্জন স্থানে আত্মগোপন করে আর অন্যরা অটোরিকশা নিয়ে সিলেট চলে যায়। পরে অন্যরা অটোরিকশাটি বিক্রি করে তাকে ৬ হাজার টাকা ভাগ দেয়।
বিডি প্রতিদিন/এএম