চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব পারকিনসন রোগ দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও বর্ণিল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নিউ কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন এবং চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রদীপ কুমার কায়স্থগীর। সেমিনারে উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. শিউলী মজুমদার, অধ্যাপক ডা. পঞ্চানন দাশ, সহযোগী অধ্যাপক ডা. মো. মাহাবুবুল আলম খন্দকার, ডা. মো. মুহিতুল ইসলাম, ডা. মোঃ সালাহ উদ্দিন, ডা. মশিউজ্জামান আলফা, ডা. মো. তৌহিদুর রহমান, সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল কিবরিয়া, ডা. জামান আহমদ, ডা. প্রিয়তোষ দাশ, ডা. মঞ্জুরুল কাদের চৌধুরী, ডা. একরামুল আজম, ডা. মো. হুমায়ুন কবির, ডা. শামছুল আলম, ডা. নাঈমা মাশরুরা, ডা. মো. বেলাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. শওকত এমরান। অনুষ্ঠানের তত্ত¡াবধান করেন নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. রিফাত কামাল, ডা. সৈয়দ আরিফ উদ্দিন, ডা. মোহাম্মদ ওসমান, ডা. মুবিনুল হক চৌধুরী, ডা. সামি এম আদনান ও ডা. মো. কামরুল হাসান।
সেমিনারে বক্তারা বলেন, বয়োজ্যেষ্ঠদের শরীরের একপাশে কাঁপুনি অথবা চলাচল ধীরগতির হয়ে আসা ইত্যাদি পারকিনসন রোগের প্রাথমিক লক্ষণ। এসব লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।
সেমিনারে বিশ্বব্যাপী পারকিনসন রোগের প্রকোপ, এই রোগের ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বিডি প্রতিদিন/এএম