বিতর্কিত মডেল মেঘনা আলমের বিরুদ্ধে হানি ট্র্যাপের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা। মেঘনা সিন্ডিকেট সৌদি আরবের বিদায়ি রাষ্ট্রদূতকে ট্র্যাপে ফেলে ৫ মিলিয়ন ডলার চাঁদা দাবি করছিল বলে তদন্তে উঠে আসে। দেশ ছাড়ার আগে রাষ্ট্রদূত অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের অভিযোগ করে বলেছেন, মেঘনা আলম এবং তার একটি সংঘবদ্ধ চক্র তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। এরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। মেঘনা আলমকে গ্রেপ্তারের পর তাকে এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। মেঘনা আলমের এমন অপতৎপরতাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, মেঘনা আলমের কাজ ছিল বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া। সেই সঙ্গে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াও ছিল অন্যতম উদ্দেশ্য। তবে বিশ্লেষকদের ধারণা, তারা বিদেশি কোনো গোষ্ঠীর হয়ে কাজ করে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে এমন হানিট্র্যাপ তৈরি করা হয়েছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মেঘনা আলমের ঘনিষ্ঠও এই হানি ট্রাপ সিন্ডিকেটস সদস্য ব্যবসায়ী মো. দেওয়ান সমিরকে (৫৮) গ্রেপ্তারের পর চাঁদাবাজির মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের জানান, নারীদের ব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে আসছেন আসামি দেওয়ান সমির। তার বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শুক্রবার ভাটারা থানা পুলিশ বাদী হয়ে মামলা করে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘণিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের রেমিট্যান্সের একটি বিশাল অংশ আসে সৌদি প্রবাসীদের কাছ থেকে। আর বাংলাদেশের যে কোনো সংকটে সৌদি আরব সবসময়ই পাশে থেকেছে। তবে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সৌদির সদ্য বিদায়ি রাষ্ট্রদূত এবং মডেল পরিচয়ধারী মেঘনা আলমকে ঘিরে। মেঘনা সিন্ডিকেট সৌদি রাষ্ট্রদূতকে ট্রাপে ফেলে তার কাছে ৫ মিলিয়ন ডলার চাঁদা দাবি করে। এই অভিযোগ থেকেই বেরিয়ে আসে বিস্ময়কর সব তথ্য।
সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে আমাদের যে বিশাল সংখ্যক (৬০ লক্ষাধিক) প্রবাসী রয়েছেন তার অর্ধেকের বেশিই সৌদি আরবে কর্মরত আছেন। এর মধ্যে সৌদি আরব হতে বৈধ চ্যানেলে বছরে প্রায় ৪ বিলিয়ন রেমিট্যান্স ও অবৈধ চ্যানেলে অনুরূপ রেমিট্যান্স আসে। এ ছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সম্পর্ক বিচারে বাংলাদেশের কূটনীতিতে খুবই গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব।
সূত্র জানায়, ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন হাইপ্রোফাইল ব্যক্তিদের সঙ্গেও মেঘনার ঘনিষ্ঠতার কথা জানতে পেরেছে গোয়েন্দারা। আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আবদুল মোমেন ও ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ছবি ছাড়াও আওয়ামী লীগের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলের সঙ্গে মেঘনার ঘনিষ্ঠতার তথ্য প্রমাণ এখন গোয়েন্দাদের হাতে।
জানা গেছে, মেঘনা আলম সেলেব্রিটি শোয়ের কথা বলে রাষ্ট্রদূতসহ কূটনৈতিক পাড়ার বিভিন্ন উচ্চ মহলের সঙ্গে মিশতেন। আর সেই মেশার সূত্র ধরে বিভিন্নভাবে নারী সরবরাহ ও দেহব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তোলেন। ফলে আর্থিক সুবিধা, তথ্য পাচার, ভিসা তদবির এমনকি আদম পাচারের মতো কাজও করতেন মেঘনা সিন্ডিকেট। সেজন্য প্রয়োজনে হাইপ্রোফাইলধারীদের ব্ল্যাকমেল করতেও দ্বিধা করতেন না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা এবং অর্থনৈতিকভাবে দেশের ক্ষতি সাধনের ষড়যন্ত্রের অভিযোগে মেঘনাকে আটক করা হয়েছে।
পুলিশের সূত্র জানায়, বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে রাষ্ট্রদূতদের সঙ্গে পরিচিত ও সখ্য গড়ে তুলে ছবি তুলতেন মেঘনা। পরবর্তীতে যোগাযোগ করে ওই রাষ্ট্রদূতদের সঙ্গে নানা প্রস্তাব নিয়ে সাক্ষাৎ করতেন। এ সময় আর্থিক সুবিধা, ভিসা করিয়ে দিয়ে টাকা নেওয়া এবং বিদেশে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের নামে একাধিক তরুণীর ভিসা ও আর্থিক সুবিধা নিতেন।
মেঘনা আলমের পূর্বপরিচিত সমির পাঁচ দিন রিমান্ডে : ব্যবসায়ী মো. দেওয়ান সমিরকে (৫৮) চাঁদাবাজির মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। দেওয়ান সমির বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলমের পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়, আসামি গত জানুয়ারি থেকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলানের কাছ থেকে টাকা আদায়ে বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হয়। মডেল মেঘনা আলমকে বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন রাতে ভাটারা এলাকা থেকে আটক করে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।