বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি। ক্যারিয়ারে দুটি সেঞ্চুরি আছে তার। ২০২৩ সালের ২২ জুলাই ভারতের বিপক্ষে ১০৭ রানের ইনিংসটি খেলে দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটের এই রেকর্ড গড়েন তিনি। নিজের ৫৩তম ওয়ানডে ইনিংসে ৩১ বছর বয়সি এ ডান হাতি ব্যাটার সেঞ্চুরির দেখা পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ১০২ রানে সেঞ্চুরির ইনিংস খেলেন ফারজানা হক।