অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেনকে চায় গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের জন্য। গায়ানাভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চলতি বছরের জুলাইয়ে শুরু হওয়ার কথা রয়েছে।
রিশাদ এর আগেও হোবার্ট হারিকেনসের নজরে পড়েছিলেন। গত মৌসুমে বিগ ব্যাশ লিগের ড্রাফটে তাসমানিয়া-ভিত্তিক এই দল তাকে দলে নেয়। এ নিয়ে সাকিব আল হাসানের পর রিশাদই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার যিনি বিগ ব্যাশ লিগে কোনো দলের পছন্দে জায়গা করে নেন। তবে শিডিউল জটিলতার কারণে, বিশেষ করে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলায় তিনি সেই আসরে খেলতে পারেননি।
এইবার গ্লোবাল সুপার লিগে তাকে খেলাতে আগ্রহী হোবার্ট হারিকেনস। তারা ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগও করেছে। তবে বিষয়টি এখনও অনিশ্চিত। কারণ, ওই সময় বাংলাদেশ জাতীয় দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে। সিরিজে থাকবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ—যার ফলে রিশাদের জিএসএলে খেলার সম্ভাবনা ক্ষীণ।
অন্যদিকে, বাংলাদেশের দলগুলোর মধ্যে শুধুমাত্র রংপুর রাইডার্স—গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে—জিএসএলে এবারও অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে। তবে সদ্য বিপিএল জয়ী ফরচুন বরিশালকে এই টুর্নামেন্টে খেলার জন্য কোনো ডাক দেওয়া হয়নি।
রিশাদ হোসেনের মতো প্রতিভাবান একজন তরুণকে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এমন সুযোগ অনেক সময় হাতছাড়া হয়ে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল