৩১ ডিসেম্বর ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হওয়ার কথা। এরপর তিনি নতুন ঠিকানা খুঁজতে পারতেন। তা মনে হয় হচ্ছে না। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক মায়ামিতেই থাকছেন। অন্তত আরও এক বছর থাকছেন কিংবা এর চেয়ে বেশিও হতে পারে। মেসি বা মায়ামি কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই বলেননি। তবে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অনস্টাইনের দাবি, ‘মেসির সঙ্গে মায়ামি চুক্তি নবায়নের সবকিছু গুছিয়ে নিয়েছে। মৌখিকভাবে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে চূড়ান্ত কথাও হয়েছে। এখন শুধু সই করা বাকি।’ ডেভিডের কথা যদি সত্যিই হয়ে থাকে, তবে আগামী বছর মায়ামির নতুন স্টেডিয়াম উদ্বোধনের সময় এ ক্লাবেরই জার্সিতে মেসিকে দেখা যাবে। এটা শুধু মায়ামির জন্যই সুখবর নয়, মেসির চুক্তি নবায়নের প্রভাব পড়বে পুরো মেজর লিগে। মেসি যোগদানের পর মায়ামি এখন বিশ্বে জনপ্রিয় ক্লাবে পরিণত হয়েছে। মায়ামির আয়ও বেড়েছে। ক্লাবের কর্ণধার জর্জ মাস দাবি করেছেন, ‘মেসি যোগদানের পর অনেক ক্লাবই আমাদের ঈর্ষা করে। শুধু মায়ামি নয়, মেসি খেলায় যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলেরও চেহারা বদলে গেছে।’