নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকা থেকে দেলোয়ার হোসেন নয়ন (৪৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ৪০৪ নম্বর রোডের ৮ নম্বর প্লটে দেলোয়ার হোসেন নয়ন (৪৬) নামের এক যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে তার পরিচয় হিসেবে জানা যায়, নিহত দেলোয়ার কিশোরগঞ্জ জেলার সদরের শোলাকিয়া গ্রামের আবু সাঈদের ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার আইনি তদন্ত চলমান।
বিডি প্রতিদিন/এএম