রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যবসা অনুষদভুক্ত ‘বি ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রতি আসনে লড়ছে ৭৬ জন ভর্তিচ্ছু। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে।
জানা গেছে, বি ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে ৪২ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এতে আসন প্রতি লড়ছে ৭৬ জন। এ বছর রাজশাহী বিভাগসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১ টা থেকে ১২ টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ভর্তিচ্ছুদের মূল্যায়ণ করা হবে। প্রতি ভুলের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। সাত দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। চলতি শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১ জুলাই শুরু হবে। এছাড়া ভর্তি প্রক্রিয়া আগামী ১১ মে থেকে ২৬ জুন পর্যন্ত চলবে।
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি আছে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয় সেজন্য বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন