ফেব্রুয়ারিতে সংঘটিত অপ্রীতিকর পরিস্থিতির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে। শিক্ষা কার্যক্রম দ্রুত শুরুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে ধৈর্য ধরতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে শুধু দাপ্তরিক কর্মকাণ্ড শুরু হবে।
এদিকে শনিবার ‘সকল শিক্ষার্থী’দের একটি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয় থেকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে- কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের অধিকাংশ দাবি বাস্তবায়ন করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ‘হলে থাকা শিক্ষার্থীদের অধিকার’ উল্লেখ করে আগামীকাল ১৩ এপ্রিল ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের সংবাদ বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কারও নাম উল্লেখ করা হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল