জনতার দলের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীতে শুরু হওয়া এ কার্যক্রম দেশব্যাপী ৩০ দিন চলবে।
শনিবার সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন জনতার দলের চেয়ারম্যানের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।
এ সময় উপস্থিত ছিলেন জনতার দলের সদস্য সচিব আজম খান ও দলের প্রধান সমন্বয়ক এবং মুখপাত্র ডেল এইচ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আজম খান বলেন, সারা দেশে আমাদের দলের সদস্য হচ্ছেন। সাধারণ মানুষ দলে দলে যোগদান করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হলো। অপমার মানুষ আমাদের দলে যোগদান করতে পারবেন। আগামী এক মাস আমাদের এ কার্যক্রম চলবে।
জনতার দলের চেয়ারম্যানের ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তনের মঞ্চ হবে জনতার দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জনতার দল। ন্যায্যতা ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে কাজ করবে জনতার দল। আমরা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া দ্রুত শেষ করব। যেকোনো শ্রেণিপেশার সৎ ও দেশপ্রেমিক মানুষ সদস্য হতে পারবেন। দেশে রাজনীতি করার একটি দারুণ সুযোগ তৈরি করেছে ২৪ এর আন্দোলন। রাজনীতির এত দারুণ পরিবেশ আগে কখনো ছিল না। সৎ মানুষ রাজনীতিতে না এলে দেশের মানুষের কল্যাণ আসবে না। দেশের সৎ মানুষদের জনতার দলে যোগদানের আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে জানানো হয়, গত ২০ মার্চ রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জনতার দল। নতুন রাজনৈতিক দলটি ইতোমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় প্রার্থী দেবে। দেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে জনতার দল।
উদ্বোধনের পর ২৪ মার্চ দলের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলন করা হয়। গত ২৫ মার্চ বনানীর ৮ নং রোডে প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। এছাড়া, ২৬ মার্চ দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতি সৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আর শনিবার সদস্য কার্যক্রম শুরু হলো।
বিডি প্রতিদিন/কেএ