নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে বিশৃঙ্খলা করার অভিযোগে ৪৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা সম্ভব হয়নি।
শনিবার বিকেলে ইপিজেডের অভ্যন্তরে বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা ও ভাঙচুর করার সময় তাদের আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আটকরা ফিলিস্তিনের মিছিলের নামে আদমজী ইপিজেডের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় তারা একটি ফ্যাক্টরির গ্লাসও ভাঙচুর করে। পরে সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ