নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে ঝিনাইদহে আলোচনা সভা ও প্রচারণা চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার দুপুরে শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জয়া রানী চন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামাণিক, সহসভাপতি তাপস কুমার কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রুবেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। অনেক ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি এড়িয়ে যাচ্ছে, যা সামাজিক অস্থিরতা ও নারীদের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, শুধু আইন নয়, পরিবার ও সমাজকেও নারী-পুরুষ সমতার চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি পরিবারে সচেতনতা বৃদ্ধি জরুরি।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের পরিবর্তনের শক্তি। নারীকে সম্মান করো, সহপাঠী, বোন ও মায়ের মর্যাদা রক্ষা করো—তাহলেই সমাজে সহিংসতা কমবে।
বক্তারা আহ্বান জানান, নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ঘরে, স্কুলে, কর্মস্থলে ও সমাজে—সর্বত্র নারী যেন নিরাপদ ও সম্মান নিয়ে চলাফেরা করতে পারে, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
কর্মসূচিতে ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কেএইচটি