ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-১ আসনে বিএনপির পাঁচ সম্ভাব্য প্রার্থী, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের একজন করে প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের একক সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী পাঁচ প্রার্থী হলেন, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ, বিএনপি নেতা অধ্যাপক বি এম নাগিব হোসেন, লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন, শেখ জহিরুল ইসলাম।
জামায়াতে ইসলামীর একক প্রার্থী হলেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী মাওলানা আবদুুল আজিজ, এনসিপির সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম। এ ছাড়া এখন পর্যন্ত আর কোনো দল ভোটের মাঠে দেখা যাচ্ছে না।
কালিয়া পৌরসভা, কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও নড়াইল সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে নড়াইল-১ সংসদীয় আসন গঠিত। আসনটিতে এবার বিএনপি প্রার্থীর সঙ্গে জামায়াত প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন। মনোনয়ন প্রাপ্তির বিষয়ে বিএনপির সম্ভাব্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় হয়রানি ও নানা ধরনের দমন-পীড়নের শিকার হয়েছি। দলের দুঃসময়ে মাঠে ছিলাম। নেতা-কর্মীদের সুখ-দুঃখে তাদের পাশে ছিলাম। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি আশা করছি এ আসনে জয়ী হব।’ বিএনপির অপর সম্ভাব্য প্রার্থী ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করছি। লক্ষ্য, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করা। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি এ আসনে জয়ী হব ইনশাল্লাহ।’
জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শক্তিশালী অবস্থান জানান দিতে মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত। প্রতিটি কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি ও পোলিং এজেন্ট কারা হবেন- তা এরই মধ্যে ঠিক করা হয়েছে। এ আসনে জামায়াতের ভিত আগের তুলনায় অনেক শক্ত, যে কারণে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’ মাঠপর্যায়ের বিএনপি সংগঠকরা বলছেন, দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা এ আসনটিতে এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে বিএনপি পুরো আশাবাদী। তবে বিএনপির যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। তবেই বিজয় অর্জন সম্ভব।