বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ আয়োজন করে সংগঠনটি।
এ সময় বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হেসেন, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সংগঠনটির সদস্য মানিক হোসেন ও আরিফ বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন নাজমুল হুসাইন। শিক্ষা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুফল, এর ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার, তথ্যভান্ডার হিসেবে এআই-এর গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন তিনি।
তিনি বলেন, বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে তথ্য সংগ্রহে এটি এক অভূতপূর্ব আবিষ্কার। তবে এর বিভিন্ন নেগেটিভ দিকও উল্লেখযোগ্য। এর অপব্যবহার সমাজ এবং রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তবে আমাদের সব সময় এটির ইতিবাচক ব্যবহার করে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে।
বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ আয়োজন। আমরা এই আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল মাধ্যম সম্পর্কে পজিটিভ বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি