গোপনে বাগদান সেরেছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি দীপাবলিও নাকি একসঙ্গেই উদ্যাপন করেছেন তাঁরা। এমনই খবর বিনোদন জগতে। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা! ‘২০১৮ থেকে ২০২৫’ সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়। কিন্তু তার পরও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। তবে গুঞ্জন, ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তাঁরা। খুব শিগগিরই নাকি চার হাত এক হবে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন তাঁরা। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা নাকি তাঁর ভবিষ্যৎ সন্তানদের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন। রাশমিকার কথায়, ‘আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।’
রাশমিকা আরও জানান, ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। চল্লিশ অবধি কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। তিনি দীপিকার আট ঘণ্টা কাজ করার সমর্থনও জানান। তবে কি দীপিকার দেখানো পথেই হাঁটবেন রাশমিকা।