চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে অবহেলায় পড়ে থাকা প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘হাটহাজারী ট্রমা সেন্টার’-এর সংস্কার কাজ পরিদর্শন করেছে সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে চলা এ সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তাপস কুমার মজুমদার এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা প্রমুখ।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে হাটহাজারী ট্রমা সেন্টার চালু করা হবে। এ নিয়ে প্রয়োজনীয় কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আশা করি, শীঘ্রই এটি চালু করা সম্ভব হবে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে তিনটি ট্রমা সেন্টার অবহেলিত অবস্থায় ছিল। এগুলো সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে চালুর ব্যবস্থা করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে লোহাগাড়া ট্রমা সেন্টারটি চালু করা হয়েছে। চলতি মাসের মধ্যে হাটহাজারী ট্রমা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লোহাগাড়া ট্রমা সেন্টার, হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের পাশে হাটহাজারী ট্রমা সেন্টার এবং রাউজান-রাঙ্গামাটি মহাসড়কের পাশে রাউজান ট্রমা সেন্টার নির্মাণ করে সরকার। প্রায় পাঁচ বছর আগে এগুলো নির্মাণ করা হলেও এগুলো চালু করা হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল