দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল লিমিটেড (একেএস) চট্টগ্রামের সীতাকুণ্ডে উদ্বোধন করেছে জার্মানির এসএমএস গ্রুপের বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিল। অত্যাধুনিক মিলটির বার্ষিক উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১৬ লাখ মেট্রিক টন।
এসএমএস গ্রুপের তথ্যানুসারে, মিলটি ইতোমধ্যে ১০ মিলিমিটার ব্যাসের ডিফর্মড বার উৎপাদনে ৫৫.০৪ মিটার প্রতি সেকেন্ড গতিতে রোলিং করে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে। উন্নত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা, উচ্চগতির উৎপাদন এবং নির্ভুল গুণমানের সমন্বয়ে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক রিবার রোলিং মিল হিসেবে স্বীকৃত হয়েছে। মিলটিতে ৮ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত রিবার উৎপাদন করা যাবে। এতে স্থাপিত হয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ইকোফ্লেম প্লাস বার্নার, যা কম নাইট্রোজেন অক্সাইড নিঃসরণে অধিক জ্বালানি দক্ষতা নিশ্চিত করে। বাংলাদেশ এখন বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যস্ত সময় পার করছে। স্থানীয়ভাবে উচ্চমানের রিবার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি দেশের আমদানি নির্ভরতা কমাবে, কর্মসংস্থান বাড়াবে এবং নির্মাণ খাতে মূল্য সংযোজন বাড়াবে।
আবুল খায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স ও লিগ্যাল বিভাগের গ্রুপ হেড শেখ শাবাব আহমেদ বলেন, বিশ্বখ্যাত জার্মান ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এসএমএস গ্রুপের সঙ্গে অংশীদারির মাধ্যমে আমরা বাংলাদেশে এনেছি সর্বাধুনিক স্টিল নির্মাণ প্রযুক্তি। বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিলের উদ্বোধন আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের অবকাঠামোগত উন্নয়নে বিশাল অগ্রগতি নির্দেশ করে। এই প্রকল্পের মাধ্যমে তিন হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।