অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হতেই ফিলিস্তিনি কৃষক ও তাদের প্রাচীন জলপাই গাছগুলোর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা বেড়ে যায় বগুগুণে। বারবার আক্রমণের ফলে ফিলিস্তিনিদের জীবনযাপনই কঠিন হয়ে পড়ে। কিন্তু ফিলিস্তিনিদের জলপাই গাছের ওপর ইসরায়েলিদের এতো ক্ষোভ কেন?
বিশ্লেষকদের মতে, বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি সামরিক বাহিনীর এই হামলা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। যার মূল লক্ষ্য হলো ফিলিস্তিনিদের উপার্জন থেকে বঞ্চিত করা, তাদের ভয়-ভীতি দেখিয়ে তাদের ভূমি থেকে বিতাড়িত করা।
জলপাই ফিলিস্তিনের সবচেয়ে মূল্যবান কৃষি ফসল এবং প্রায় ১ লাখ পরিবারের আয়ের প্রধান উৎস। ফসল ধ্বংস করে বা চুরি করে ফিলিস্তিনি অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই প্রধান উদ্দেশ্য। বিশেষজ্ঞদের দাবি, ফিলিস্তিনিদের তাদের জমি ছেড়ে চলে যেতে বাধ্য করার দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবেই এমন হামলা চলছে, যাতে বসতি স্থাপনকারীরা সেই উর্বর জমি দখল করতে পারে। জলপাই গাছ ফিলিস্তিনিদের কাছে শুধু একটি ফসল নয় এটি তাদের ঐতিহ্য, পূর্বপুরুষের স্মৃতি ও দৃঢ়তার (সুমুদ) প্রতীক। এই গাছগুলো ধ্বংস করে ফিলিস্তিনিদের মানসিকভাবে ভেঙে দেওয়াই লক্ষ্য।
ফিলিস্তিনের কৃষি বিশেষত জলপাই বাগান দীর্ঘদিন ধরে বসতি স্থাপনকারী গোষ্ঠীর হামলার শিকার। সম্প্রতি এই সহিংসতার মাত্রা মারাত্মকভাবে বেড়েছে।
বসতি স্থাপনকারীরা গাছ পুড়িয়ে দিচ্ছে, ফসল চুরি করছে এবং কৃষকদের ওপর শারীরিক হামলা চালাচ্ছে। অনেক ফিলিস্তিনি কৃষক তাদের জমিতে প্রবেশেরও অনুমতি পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী বসতি স্থাপনকারীদের হামলায় সহায়তা করছে বা হামলা চলাকালীন নীরব থাকছে। ফলে বসতি স্থাপনকারীরা শাস্তির মুখোমুখি হচ্ছে না। নিরাপত্তা হুমকির অজুহাতে ইসরায়েলি সামরিক বাহিনী শত বছরের পুরোনো গাছসহ হাজার হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে। যা ভূমি দখলের একটি পরিকল্পিত প্রক্রিয়া।
এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের কারণে সেখানকার কৃষিভূমির প্রায় ৯৮.৫ শতাংশ ক্ষতিগ্রস্ত বা চাষের অযোগ্য হয়ে পড়েছে। গাজার লক্ষ লক্ষ জলপাই গাছ ধ্বংস হয়েছে। সেখানকার মানুষেরা এখন জ্বালানির অভাবে টিকে থাকা জলপাই গাছগুলো কেটে রান্নার কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ইকোসাইড বা পরিবেশ হত্যার অভিযোগ এনেছে।
জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অবিলম্বে ফিলিস্তিনি কৃষকদের রক্ষা করতে ও আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। তাদের মতে, জলপাই ফসলের ওপর এই আক্রমণ হলো ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বিচ্ছিন্ন করা, তাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনারই একটি অংশ।
সূত্র: মিডল ইস্ট আই
বিডি প্রতিদিন/নাজমুল