আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’। তবে এটি নতুন কোনো গল্প নয়, বরং পরিচালক এস এস রাজামৌলির ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ এই দুই পর্বকে একত্রিত করে উপস্থাপন করছেন নতুন রূপে, নাম ‘বাহুবলী : দ্য এপিক’। সিনেমাটির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই মহাকাব্যিক সংস্করণ। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে।
জানা গেছে, এখন পর্যন্ত অগ্রিম বিক্রির মাধ্যমে ‘বাহুবলী : দ্য এপিক’ আয় করেছে প্রায় ৫ কোটি রুপি। এর মধ্যে ভারতের অভ্যন্তরে বিক্রি হয়েছে ২.৫ কোটি রুপির টিকিট এবং আন্তর্জাতিক বাজারে সমপরিমাণ আয় হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এটি পুনঃপ্রকাশিত ছবির জন্য এক নতুন মাইলফলক।
পুরোনো দুটি ছবিকে একত্রে পুনঃপ্রকাশ করা হলেও দর্শকদের আগ্রহ অপ্রত্যাশিতভাবে বেশি। এমনকি উদ্বোধনী দিনের টিকিট বিক্রির দিক থেকে এটি মহেশ বাবুর ‘খালেজা’ ও ‘মুরারি’-এর পুনঃপ্রকাশের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
বিডি প্রতিদিন/এমআই