ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক কী হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করে দেবে না। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসাডরস (এওএফএ) আয়োজিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক : এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে বাংলাদেশের প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়া নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করেন। এই উদ্বেগের জবাবে গতকাল চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক কী হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করে দেবে না। কোনো কোনো পরাশক্তিধর দেশ নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত।