সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসী লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৪০ লাখ টাকারও বেশি। এই জয়ে তিনি লটারির মাধ্যমে লাখপতি হয়েছেন। উল্লেখ্য মাত্র চারদিনের ব্যবধানে এটি বাংলাদেশির দ্বিতীয় সোনা জয়ের ঘটনা।
সোনা জেতা বাংলাদেশির নাম মোহাম্মদ হায়দার আলী। তিনি আমিরাতের আল আইনে থাকেন এবং একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দার আলী গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে লটারির টিকিট কিনছিলেন। অবশেষে এ চেষ্টার সফল ফলস্বরূপ তিনি ২৫০ গ্রাম সোনা জিতেছেন।
লটারি কর্তৃপক্ষের ফোনে খবর পাওয়ার সময় হায়দার বিশ্বাস করতে পারেননি। প্রথমে মনে করেছিলেন, হয়তো তার কোনো বন্ধু মজা করছে। তবে সত্যটি জানতে পেরে হায়দার ও তার বন্ধুরা আনন্দে লাফিয়ে ওঠেন।
এখনো তিনি ঠিক করেননি, লটারিতে পাওয়া এই সোনার বার দিয়ে কী করবেন। এর আগে গত সপ্তাহে মানসুর আহমেদ নামের আরেক প্রবাসী বাংলাদেশি একই ধরনের ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন। ফলে দুই প্রবাসী বাংলাদেশি পরপর দুই সপ্তাহে সোনার বার জিতে লাখপতি হয়েছেন।
বিডি-প্রতিদিন/আশফাক