‘নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, প্রয়োজন সচেতন ও দক্ষ চালক’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে যানবাহন চালক ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা।
রবিবার (২৬ অক্টোবর) আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান আক্কেলপুরী কলেজ মাঠে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিভিন্ন পরিবহন চালক, প্রশিক্ষণার্থী, শুভসংঘের সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, আধুনিক অবকাঠামো, প্রশস্ত সড়ক কিংবা উন্নত প্রযুক্তি থাকলেও যদি চালকরা ট্রাফিক আইন মেনে না চলেন বা যথাযথ প্রশিক্ষণ না পান, তবে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ চালকদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মোবাইল ফোন ব্যবহার, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করা।
বক্তারা আরও বলেন, একটি দুর্ঘটনা শুধু একজন চালক বা যাত্রীর জীবনকেই নয়, একটি পরিবারকেও নিঃশেষ করে দিতে পারে। তাই নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য প্রতিটি চালককে পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ আক্কেলপুর শাখার সভাপতি মওদুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভ। এছাড়া উপস্থিত ছিলেন হালকা যানবাহনের অভিজ্ঞ চালক আরমান হোসেন, প্রশিক্ষণার্থী ও স্থানীয় সমাজসেবকবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সমাজে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্ম যদি দায়িত্বশীল ও নিয়মমান চালক হিসেবে গড়ে ওঠে, তবে নিরাপদ সড়ক আর কেবল স্বপ্ন নয়— বাস্তবতা হয়ে উঠবে।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা এমন সামাজিক সচেতনতা ও প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত রাখবেন, যাতে দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা যায়।
বিডি-প্রতিদিন/মাইনুল