খাগড়াছড়ি পৌর শহরের পান বাজার এলাকায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এক আকস্মিক অগ্নিকাণ্ডে দুটি গুদাম ও একটি মুদি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, আগুনে দুটি গুদাম ও একটি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ফায়ার সার্ভিসের সঙ্গে আনসার বাহিনীও সহায়তা প্রদান করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন হাসান চৌধুরী, জাহিদ, হাসান জাফর আলম।
বিডি প্রতিদিন/আশিক