নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগে রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে নগরীর ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানীয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালান রংপুর সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ মেশকাতুল আবেদ।
অভিযানে দেখা যায়, ডিউটি ডাক্তার না থাকা, অনুমোদনের তুলনায় শয্যা বেশি থাকা, অপারেশন থিয়েটার মানসম্মত না থাকা সহ নানা ধরনের অনিয়ম। এর ফলে এলিট হাসপাতাল ও জয়তুন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। অপরদিকে নানা অনিয়মের কারণে রহমানিয়া ডায়াগনোস্টিক সেন্টারও সিলগালা করা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা বলেন, “আমরা ক্লিনিক দুটি পরিদর্শন করে নানা অনিয়ম পেয়েছি। এলিট হাসপাতালে ভ্রান্ত চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ছিল। আমরা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে বৈঠক করবো। তারা যেন সরকারী নীতিমালা অনুসরণ করে, নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে রোগীদের সেবা দিতে পারে, সেই আহ্বান জানাচ্ছি।”
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ মেশকাতুল আবেদ বলেন, “রোগীদের যে সেবা পাওয়ার কথা ছিল, সেগুলো তারা পায়নি। বিশেষ করে ক্লিনিকগুলোতে ডিউটি ডাক্তার নেই। আমরা তাদের গাফিলতির বিষয়টি বিএমডিসিকে লিখিতভাবে জানাবো এবং স্বাস্থ্য প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”
বিডি প্রতিদিন/আশিক