ঢাকা কলেজের পুকুরপাড় এখন আরও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত। বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শেষে নবজীবন ফিরে পেয়েছে কলেজের পুকুর এলাকা।
‘নিজে পরিষ্কার থাকুন, দেশকে পরিষ্কার রাখুন’— এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ও শনিবার পুকুর ও তার আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশকে করা হয় নান্দনিক ও স্বাস্থ্যসম্মত।
শুভসংঘের সদস্যরা জানান, এ কর্মসূচির উদ্দেশ্য শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়; শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল মানসিকতা গড়ে তোলাই মূল লক্ষ্য। তাদের মতে, পরিচ্ছন্ন ক্যাম্পাস মানেই একটি সুন্দর, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শুভসংঘ শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, সংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম আশিক এবং সদস্যবৃন্দ— মো. হাবিবুল্লা, মিরাজ হোসেন, নিয়াজ মাহমুদ সজল, আখতারুজ্জামান রিফাত, জুয়েল মিয়া, মিঠু দাস, আনোয়ার হোসেন প্রিন্স, আব্দুল মমিন, মাহবুবুর রহমান, মো. সম্রাট, আদিত্য মজুমদার, মো. ইব্রাহিম, মো. জুনায়েদ, মোহাম্মদ নাজমুল, সিয়াম হোসেন, হাফিজুল ইসলাম, মুনতাসির আহমেদ, মহাদেব কুমার ঘোষ, শরিফুল ইসলাম, অনিক হাসান, রবিউল ইসলাম, আশিকুজ্জামান বাপ্পি, রাব্বি হোসেন, হুমায়ুন আহমেদ, শান্ত হাসান, শুভ ঘোষ, সুমন বসুনিয়া, হানিফ সরকার, মাসুদ রানা, হামজালা ইসলাম ও মো. নাঈম প্রমুখ।
সভাপতি মাহমুদুল হাসান শোভন বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতাও। সবাই মিলে এগিয়ে এলে আমাদের কলেজ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।
সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ রক্ষার চেতনা জাগিয়ে তুলছে। শুভসংঘ সবসময় ইতিবাচক সামাজিক পরিবর্তনের পক্ষে কাজ করে যাবে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন— তাঁরা নিয়মিতভাবে নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখবেন এবং অন্যদেরও এতে উদ্বুদ্ধ করবেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং একটি অনুপ্রেরণামূলক উদাহরণ— যা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুসরণ করা উচিত।
বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগে ঢাকা কলেজ ক্যাম্পাসে ফিরে এসেছে নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ— যা শিক্ষার্থীদের জন্য এক অনুকরণীয় প্রেরণা হয়ে থাকবে।
বিডি-প্রতিদিন/মাইনুল