বগুড়ায় অনুমোদন মেয়াদ শেষ হওয়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বগুড়া শহরের মোহাম্মদ আলী মাঠে গিয়ে মেলাটি বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।
মেলা বন্ধের ঘোষণা দেওয়ার পর দোকানদাররা সাইনবোর্ড ও মালামাল সরিয়ে নেওয়া শুরু করেন। বৃষ্টির মধ্যেও মেলার ডেকোরেশন খোলার কাজ চলতে দেখা যায়। আয়োজক কমিটি অনুমোদন ও সময় বৃদ্ধির আবেদন করলেও, অনুমোদন মেয়াদোত্তীর্ণ হওয়া এবং আইন লঙ্ঘনের অভিযোগে মেলাটি বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘মোহাম্মদ আলী মাঠে মেলা আয়োজনের জন্য আয়োজকরা ১৫ দিনের অনুমোদন নিয়েছিলেন। পরে তারা সময় বৃদ্ধির আবেদন করলেও, অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও মেলা চালু রাখায় এবং আশপাশের পরিবেশ ও শৃঙ্খলার অবনতি ঘটায় মেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এদিকে, মেলা বন্ধের দাবিতে মাঠ সংলগ্ন একটি মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরে প্রশাসনের নির্দেশে তাদের ক্লাসে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সকালে স্থানীয় কয়েকটি সংগঠনের উদ্যোগে মেলাটির উদ্বোধন করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/জামশেদ