দিনের বেলায় বরিশাল নগরীতে পণ্যবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিনই পণ্যবাহী ট্রাক ঢুকে যানজটের সৃষ্টি করছে। ফলে নগরবাসী পড়ছে ভোগান্তিতে। বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বরিশাল নগরীতে পণ্যবাহী ট্রাক, লরিসহ ভারী যানবাহন প্রবেশ নিষেধ রয়েছে। কারণ নগরীর সব রোড ছোট। পণ্যবাহী ট্রাকসহ যানবাহন প্রবেশ করলে দুই পাশ থেকে অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। তা নিরসনে দীর্ঘ সময় লেগে যায়। এতে যানবাহন চালক, যাত্রীসহ পথচারীরাও ভোগান্তি পড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর হাটখোলা, পোর্ট রোড, ফড়িয়াপট্টি এলাকার বিভিন্ন আড়তের পণ্য নিয়ে ট্রাক নগরীতে প্রবেশ করে। নগরীর কাশিপুর চৌমাথা ও বিভাগীয় কমিশনার অফিসের পাশের গলি দিয়ে লাকুটিয়া সড়ক হয়ে আসে। পরে মড়কখোলার পোল হয়ে নাজিরেরপোলের পাশ দিয়ে স্ব-রোড হয়ে হাটখোলা ও পোর্ট রোডে যায়। নগরীর স্ব-রোডের এক ব্যবসায়ী অভিযোগ করেন, পণ্যবাহী এসব ট্রাক নাজিরের পোল এলে সেখানে মোড় ঘুরতে গিয়ে আটকে যায়। এ জায়গায় একটি বড় যানজটের সৃষ্টি হয়। ওই যানজট থেকে বেরিয়ে স্ব-রোড হয়ে বেপরোয়া গতিতে হাটখোলা ও পোর্ট রোডে যায়। ব্যস্ততম এ রোড দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার কারণে সবাই আতঙ্কে থাকেন। দিনের বেলা পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে বরিশাল মহানগর ট্রাফিক পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কর্মকার বলেন, আরটিসি সভার সিদ্ধান্ত অনুযায়ী দিনের বেলা নগরীতে ট্রাক প্রবেশ করতে দেওয়া হয় না। তবে পচনশীল কোনো পণ্য থাকলে ছাড় দেওয়া হয়। কিছু ট্রাক ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে নগরীতে প্রবেশ করে স্বীকার করে বলেন, আমাদের জনবল কম। তাই নগরীর কয়েকটি স্থানে গোল কিপারের মতো বাঁশ দিয়ে ট্রাক প্রবেশ বন্ধ করা যায়। এজন্য সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে।