ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের গুরুত্বপূর্ণ কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর ঢালে গর্ত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী যানবাহন।
সরেজমিনে সেতু এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ওইসব গর্তে পানি জমে থাকে। গর্তের গভীরতা বোঝা যায় না। ঢাল থেকে নামার সময় যানবাহনের প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে মোটরসাইকেল, অটোরিকশাসহ তিন চাকার যানবাহন।
সেতুর ইজারাদার প্রতিনিধি মো. সোহাগ বলেন, বৃষ্টিতে পিচ উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গর্তে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে সবচেয়ে বেশি। কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অটোরিকশাচালক সেলিম বলেন, আমরা এখানে গাড়ি চালাতে ভয় পাই। গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও সেতুর দুই স্প্যানের মাঝের লোহার তৈরি পাতও চুরি হয়ে যায়। এতে সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সেতু সংস্কারের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
২০০৬ সালের অক্টোবরে নির্মাণকাজ শুরু হয়। ২০১০ সালের ডিসেম্বরে কাজটি শেষ হয়। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি দপদপিয়া সেতু উদ্বোধন করা হয়। প্রায় ২০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ দশমিক ৩৯ কিলোমিটার দীর্ঘ এ সেতু দিয়ে ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়কে কয়েক হাজার ভারী যানবাহন চলাচল করছে।