ফরিদপুরের ভাঙ্গায় দেড় হাজার স্কুল শিক্ষার্থীর হাতে আম গাছের চারা তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা পৌর সদরে অবস্থিত ভাঙ্গা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন। এ সময় গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও শিক্ষার্থীদের সবুজের প্রতি আগ্রহী করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক