জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে বাসস্ট্যান্ড উচ্ছেদ না করলে শিক্ষার্থীরা নিজেরাই উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব বলেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সামনের চিত্র কখনো এটি হতে পারে না। আমাদের রীতিমতো যুদ্ধ করে ক্যাম্পাসে প্রবেশ করতে হয়। অনেকবার আমরা এ অবৈধ বাসস্ট্যান্ড সরানোর জন্য দাবি জানিয়েছি কিন্তু কোনো এক অদৃশ্য বলে প্রতিবার থেমে যায়। এবারও তার পুনরাবৃত্তি হলে আমরা আর চুপ করে বসে থাকব না। সবকিছু পরিবর্তন হলেও আমাদের ক্যাম্পাসের আশেপাশের সবকিছু আগের মতই রয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবেশ নেই। গত পরশু আমাদের এক বোনকে বাস চাপা দিয়েছে কাল আরেকজনকে দিবে। এভাবেই তো দিনের পর দিন সবাই চোখবুঁজে সব দেখেও না দেখার ভান করছে। এ বাসস্ট্যান্ডকে আমরা রায়সাহেব বাজার মোড় থেকে ঘুরিয়ে দিয়ে অন্য কোথায় স্থানান্তর করতে হবে। নতুবা আমরা জানি, কিভাবে অধিকার আদায় করতে হয়।
শিক্ষার্থীদের সাথে একাগ্রতা প্রকাশ করে জবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, কারা এ বাসস্ট্যান্ড উচ্ছেদ করতে চাই না আমরা কিন্তু জানি। একদল লোক এখান থেকে অবৈধ সুবিধা নিয়ে নিজেরা লাভবান আমাদের শিক্ষার্থী ভাই-বনের ক্ষতি করে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাসস্ট্যান্ড না সরালে আমরা সবাইকে সাথে নিয়ে এটা উচ্ছেদ করে ছাড়ব।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে জবি গণঅধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখেন আর আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখেন? আমাদের যখন ফটক দিয়ে বের হই ও প্রবেশ করি তখন জীবন নিয়ে ঘরে ফিরতে পারব কি-না ভাবতে হয়? এ হচ্ছে আমাদের অবস্থা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভাস্কর্য চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ভাষা শহীদ রফিক ভবন হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়। এরপর মিছিল শেষে তারা উপাচার্যকে একটি স্মারকলিপি জমা দেয় ৪৮ ঘণ্টার মধ্যে বাসস্ট্যান্ড উচ্ছেদের জন্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন