গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অভিযান চালিয়ে প্রায় ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো— গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে গোলাম ফিরোজ লিটন (৩০), খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজা (৩৫) ও নীলফামারী সৈয়দপুরের লহ্মণপুর বাড়াইশালপাড়ার নিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টায় র্যাব-১৩ এর আভিযানিক দল আসামি মিজানুর রহমান সুজার বাড়িতে অভিযান চালায়। তল্লাশীর এক পর্যায়ে গোয়াল ঘরের ভেতর থেকে কষ্টি পাথরের ৩৭ কেজি ওজনের একটি মা ও শিশুর মূর্তি উদ্ধারসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে। আসামিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/জামশেদ