হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ মিশন শুরু করলো বাংলাদেশ। বুধবার স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
ম্যাচে ব্যবধানটা আরো বাড়তে পারত। যদি ভিয়েতনামের একাধিক আক্রমণ প্রতিহত না করতেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে ম্যাচ হারায় তার সেই বীরত্ব আর কোনো কাজে আসেনি। ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলাতে ব্যস্ত বাংলাদেশের ডিফেন্ডাররা।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭১ ধাপ এগিয়ে ভিয়েতনাম। দুই দেশের যুব দলের লড়াইয়ে সেই পার্থক্য ছিল পরিষ্কার। শুরু থেকেই মনে হয়েছিল, যে কোনো সময় লিড নেবে স্বাগতিকরা। ১৫ মিনিটে সেই অপেক্ষা শেষ হয় ভিয়েতনামের। ব্যবধান দিগুণ করে ৮৩ মিনিটে।
প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশি আগ্রাসী ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে সাইফুল বারী টিটুর শিষ্যরা চেষ্টা করেছিলেন খেলাটা ধরতে। পারেননি। বরং সময় যত গড়িয়েছে খেলার নিয়ন্ত্রণ গেছে স্বাগতিকদের হাতে। এক সময়তো বল ঘোরাফিরা করেছে বাংলাদেশের বক্সের আশপাশে।
বদলি হিসেবে মাঠে নেমে লে ভিক্টর নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের রক্ষণকে। তার শট-হেড যেমন ঠেকিয়েছেন গোলরক্ষক শ্রাবণ, তেমন ফিরেছে ক্রসবারে লেগেও। গোলরক্ষক নিশ্চিত কয়েকটি গোল না ঠেকালে হারের ব্যবধান হতো আরো বড়।
বাংলাদেশের পরের ম্যাচ ৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে এবং শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/বাজিত