মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “ভারত আমাদের শুল্ক দিয়ে মেরে ফেলছে।”
ট্রাম্প আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপের বিষয়টি নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর এখন ভারত “কোনো শুল্ক আরোপ না করার” প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার দ্য স্কট জেনিংস রেডিও শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা (ভারত) আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে। চীন আমাদের শুল্ক দিয়ে মারে, ভারত আমাদের শুল্ক দিয়ে মারে, ব্রাজিলও তাই করে।”
ট্রাম্প দাবি করেন, তিনি “পৃথিবীর যেকোনো মানুষের চেয়ে ভালোভাবে” শুল্ক সম্পর্কে জানেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে কর আরোপ করা শুরু করার পরেই ভারত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতকে “বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ” বলে আখ্যা দিয়ে তিনি বলেন, “আপনারা জানেন কি? তারা আমাকে জানিয়েছে যে, ভারতে আর কোনো শুল্ক নেই, কোনো শুল্ক নেই।”
তিনি শুল্ক আরোপের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “আমার শুল্ক না থাকলে তারা কখনোই এ প্রস্তাব দিত না। কখনোই না। তাই শুল্ক থাকা জরুরি। আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবো।”
এটাই প্রথমবার নয় যে ট্রাম্প এ ধরনের দাবি করলেন। সোমবারও তিনি বলেছিলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এতদিন ছিল “সম্পূর্ণ একপাক্ষিক”। তিনি এটিকে “একপাক্ষিক বিপর্যয়” বলে উল্লেখ করেন এবং বলেন, ভারতের শুল্ক কমানোর প্রস্তাব এসেছে অনেক দেরিতে।
এদিকে, যুক্তরাষ্ট্রের আপিল আদালত সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ককে “অবৈধ” বলে রায় দিয়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন,
“আপিল আদালত ভুলভাবে বলেছে যে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত। কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে।”
বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা বিশ্বের মধ্যে অন্যতম বেশি। এর মধ্যে রাশিয়া থেকে ভারতের তেল কেনার ওপর রয়েছে ২৫ শতাংশ শুল্ক। ভারত এই শুল্ককে “অন্যায্য ও অযৌক্তিক” বলে আখ্যা দিয়েছে।
নয়াদিল্লি বলেছে, বিশ্বের অন্য যেকোনো বড় অর্থনীতির মতোই ভারতও নিজের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজিম