ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া, তদন্ত ও চূড়ান্ত ভোটার তালিকা সংক্রান্ত হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এর মাধ্যমে আইনি জটিলতা শেষ হওয়ায় প্রার্থী ও ভোটারদের মাঝে ফিরেছে উদ্যম।
অন্যদিকে এস এম ফরহাদের বিরুদ্ধে রিটকারী নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আলী হোসেনের বিপক্ষে ছাত্রদল বা শিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তদন্ত কমিটি এমন কোনো প্রমাণ পায়নি।
গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে তাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া বলেন, আলী হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে আমরা প্রমাণ পাইনি। সে নিজেও স্বীকারোক্তিতে বলেছে তার রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এর বাইরে এমন কোনো প্রমাণ আমরা পাইনি, যা দিয়ে তাকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে মনে হয়।
তিনি আরও বলেন, আলী হোসেনের দু-একটি ছবি যেগুলো দিয়ে তাকে রাজনৈতিক সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এ ছাড়া কুরুচিপূর্ণ স্ট্যাটাসটি আকস্মিক ক্ষোভে দিয়ে ফেলেছেন বলে তিনি ক্ষমাও চেয়েছেন। এর আগে, আলী হোসেনের পুরাতন কিছু ছবি এবং স্ট্যাটাস দিয়ে অনেকে তাকে ছাত্রদল এবং শিবির সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছেন।
প্রার্থীদের মাঝে ফিরেছে উদ্যম : ডাকসু নির্বাচন নিয়ে আইনি জটিলতা দূর হওয়ায় এবং আলী হোসেনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত আসায় প্রার্থীদের মাঝে আবারও ফিরেছে প্রচারণার উদ্যম। প্রার্থীরা বিভিন্ন আবাসিক হলগুলোতে তাদের প্রচারণা চালাতে তৎপর হয়েছেন। হলগুলোতে প্রার্থীদের প্রজেকশন মিটিংয়ে অংশ নিতেও দেখা যায়।
অসুস্থ মেঘমল্লারকে দেখতে যান ফরহাদ-হামিম : ডাকসু নির্বাচনের প্রচারণার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন প্রতিরোধ পর্ষদের জি এস পদপ্রার্থী মেঘমল্লার বসু। মঙ্গলবার তার অস্ত্রোপচার হয়েছে। বুধবার সকালে অপারেশনের পর হাসপাতালে থাকা মেঘমল্লারকে দেখতে যান শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ ও ছাত্রদল সমর্থিত প্যানেলের জি এস প্রার্থী তানভীর বারী হামিম।
ভোট কেন্দ্র পুনর্বিন্যাসের দাবি বাগছাসের : বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কমাতে নির্বাচন কমিশন ছক আঁকছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু বাকের মজুমদার। ভোট কেন্দ্র পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের ভোটদান প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে এই প্যানেল। আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীরা যেন ভোট দিতে না পারে, সেজন্য ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন ছক এঁকেছে। কার্জন হলের পরীক্ষা কেন্দ্রে তিনটি হলকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে অনেক ভবন ফাঁকা, চাইলেই অন্য ভবনে ভোট নেওয়া যেত। আমরা প্রস্তাব দিয়েছি, তারা শোনেননি। তিনি বলেন, কমিশন বলেছে, ভোট গণনার মেশিন কম, সে কারণে তারা কেন্দ্র কম রেখেছে। এই সিদ্ধান্তের পর আমরা সন্দেহ করেছিলাম। প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের বলেন, ডাকসু নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। বৃহৎ একটি রাজনৈতিক শক্তি আবার ডাকসুকে বানচাল করতে উঠেপড়ে লেগেছে।
ট্যাগিং রাজনীতি বন্ধের আহ্বান শিবির সমর্থিত প্যানেলের : গতকাল এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে মনোনীত প্রার্থী ও জুলাইয়ে চোখ হারানো জসীম উদ্দিন খান বলেছেন, ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ করুন। ট্যাগিংয়ের মতো আওয়ামী কালচার ঢাবিতে ফিরে আসতে দেখলে মনে হয়, জুলাইয়ে আমার চোখ দেওয়ার কোনো স্বার্থকতা নেই।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জি এস) পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের কাছে তাদের কথা শোনা থেকে সরে এসে দায় চাপানোর দিকে ঝুঁকছে। যেই প্রক্রিয়ায় গত কয়েকদিন বিভিন্ন কর্মকাণ্ড ঢাবিতে শুরু হয়েছে এতে শিক্ষার্থীরা আরও ভয় পাবে। এসব আমাদের ব্যর্থতা হবে যদি আমরা বিশ্ববিদ্যালয়েন সুন্দর পরিবেশ নিশ্চিত করতে না পারি।
ডাকসু ইস্যুতে ইউটিএলের সংবাদ সম্মেলন : ডাকসু নির্বাচন বিষয়ে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। পৃথিবীর কোনো দেশে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের মতো এত রাজনীতি হয় না, ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে দাবি তাদের। এ সময় লিখিত বক্তব্যে ইউটিএল এর কেন্দ্রীয় আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস বলেন, ডাকসুতে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি তৈরি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়া নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কাদের স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি।