রাঙামাটির লংগদু উপজেলায় ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর সংঘটিত ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় শহরের বনরূপা চত্বরে রাঙামাটি ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে নিহত কাঠুরিয়াদের স্বজনরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. সাখাওয়াৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক, উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কাজি জালুয়া, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম এবং গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. রোমান।
প্রতি বছর ৯ সেপ্টেম্বরকে ‘কাঠুরিয়া গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে পার্বত্যবাসী।
বিডি প্রতিদিন/আশিক