বিজ্ঞানীরা এমন একটি ক্ষুদ্র সিক্স-জি (6G) চিপ তৈরি করেছেন যা ১০০ গিগাবিট পার সেকেন্ড (Gbps) গতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। এটি ফাইভ-জির (5G) সর্বোচ্চ তাত্ত্বিক গতির তুলনায় প্রায় ১০ গুণ বেশি। ব্যবহারকারীরা বর্তমানে যে গড় গতি পান এটি তার চেয়ে প্রায় ৫০০ গুণ দ্রুত।
চিপটি যৌথভাবে তৈরি করেছেন চীনের পিকিং ইউনিভার্সিটি, হংকং সিটি ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা বারবারার গবেষকরা। এ বিষয়ে সম্প্রতি নেচার সাময়িকীতে বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
আকারে মাত্র ১১ বাই ১.৭ মিলিমিটার এই চিপ কাজ করতে পারে ০.৫ গিগাহার্টজ থেকে ১১৫ গিগাহার্টজ পর্যন্ত বিস্তৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ডে। সাধারণত এত বিস্তৃত ফ্রিকোয়েন্সি কাভার করতে একাধিক আলাদা যন্ত্রাংশের প্রয়োজন হয়।
গবেষকদের মতে, এই সক্ষমতার মূল রহস্য একটি নতুন ইলেক্ট্রো-অপটিক মডুলেটর এবং অপটোইলেক্ট্রনিক অসিলেটর। এই প্রযুক্তিই চিপটিকে সিক্স-জির মানের উচ্চগতির পারফরম্যান্স দিতে সক্ষম করেছে।
পিকিং ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং শিংজুন বলেন, দ্রুত বাড়তে থাকা সংযুক্ত ডিভাইসের চাহিদা পূরণে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কে বিভিন্ন ফ্রিকোয়েন্সির সমন্বয় ঘটাতে হবে। উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেমন মিলিমিটার-ওয়েভ ও টেরাহার্টজ প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি, এআই-নির্ভর সেবা ও দূরবর্তী শল্যচিকিৎসার মতো কাজে ব্যবহার করা যাবে।
ফাইভ-জি নেটওয়ার্ক সর্বোচ্চ ১০ গিগাবিট পার সেকেন্ড গতি দিতে পারে। যদিও বাস্তবে যুক্তরাষ্ট্রের মতো দেশে গড় গতি ১৫০ থেকে ৩০০ মেগাবিট পার সেকেন্ড। নতুন চিপটি দেখিয়েছে সিক্স-জি প্রযুক্তি ভবিষ্যতে আল্ট্রা-এইচডি স্ট্রিমিং, মেটাভার্স অ্যাপ্লিকেশন ও বিশাল ডেটা-নির্ভর সেবা এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সিক্স-জি নেটওয়ার্ক চালু হতে ২০৩০-এর দশক পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবুও এ ধরনের উদ্ভাবন ভবিষ্যতের তারহীন যোগাযোগ প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি।
বিডিপ্রতিদিন/কবিরুল