গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র আপেল মিয়ার (১৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। আপেল মিয়া ওই ইউনিয়নের বাগদা কলোনি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আপেলসহ চার বন্ধু দুপুরে করতোয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে আপেল পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।