বগুড়া শহরে অস্ত্রসহ মহড়া দেওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বগুড়া উপশহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- শহরের নিশিন্দারা মণ্ডলপাড়া মহল্লার শাফিউল শিওন (২৭) এবং আল আমিন (২১)। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, দুই যুবক প্রকাশ্যে বার্মিজ চাকু নিয়ে এলাকায় মহড়া দেওয়ার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় নিশিন্দারা চকরপাড়া এলাকা থেকে শিওন ও আল আমিনকে আটক করা হয়।
পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে দুটি বার্মিজ চাকু পাওয়া যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।