রংপুরে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে চুরি যাওয়া ব্যাটারী চালিত রিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- রংপুর নগরীর মুন্সিপাড়ার রহমতুল্লাহ’র ছেলেরাকিবুল ইসলাম (২৫), তোফাজ্জালের ছেলে মজনু মিয়া (৪০), গঙ্গাচড়া আরাজিনিয়ামত মৌলভীবাজার এলাকার আবেদ আলীর ছেলে রুহুল আমিন (৪৫), মাসুদ রানাপনির (৩৮) ও আশরাফের ছেলে বাবুল (৫০)। অভিযানে চুরি যাওয়া ব্যাটারীচালিত রিকশা, রিকশার খোলা যন্ত্রাংশ ও ৪টি ব্যাটারী উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।
তিনি জানান, বুধবার বিকেলে রংপুর নগরীর গোমস্তপাড়া থেকে জহুরুল ইসলামের(৩১) ব্যাটারী চালিত রিকশাটি চুরি হয়ে যায়। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ভুক্তভোগী মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগ দিলে পুলিশ রিক্সাটি উদ্ধারে রাতেই অভিযানে নামে। পুলিশ রাতেই রিকশা চুরির সাথে জড়িত আসামী রাকিবুল ওমজনুকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা গঙ্গাচড়া আরাজি নিয়ামতমৌলভীবাজার এলাকার অপর আসামি রুহুল আমিনের কাছে রিকশাটি বিক্রি করেছে বলে জানায়। এরপর পুলিশ আরাজি নিয়ামতে রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় রুহুল আমিনসহ তার সহযোগী বাবুলকে গ্রেফতার করা হয়।
তাদের দেয়া তথ্য অনুযায়ী, রুহুল আমিনের বড় ভাই অটোরিকশা ক্সা মিস্ত্রি পনিরের দোকানখুলে ব্যাটারী চালিত চোরাই রিকশা উদ্ধার করা হয়। আরও জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় স্থানীয় দুলাল মিয়ার কাছে চুরি করা রিকশার ব্যাটারী বিক্রি করে দেয়া হয়েছে। পরে স্থানীয় দুলাল মিয়ার দোকান থেকে চুরি যাওয়া ব্যাটারী উদ্ধার করে পুলিশ।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, নগরীতে অপরাধ দমনেনিরসল পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষাসহ অপরাধ কমাতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
বিডি প্রতিদিন/এএম