নাটোরের সিংড়ার আত্রাই নদীতে অভিযান চালিয়ে চার লাখ টাকার নিষিদ্ধ কোচাল (বাদাই) জাল ও চারটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে আত্রাই নদীর জোড়মল্লিকা-খরমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার কোচাল জাল ও নৌকাগুলো জব্দ করা হয়। পরে জালগুলো সিংড়া কোর্ট মাঠ এলাকায় জনসম্মুখে পোড়ানো হয়।
অভিযানে অবৈধভাবে মাছ শিকার ও জীববৈচিত্র্য ধ্বংসের দায়ে ১০ মৎস্য শিকারির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিংড়ার ইউএনও মাজহারুল ইসলামের নির্দেশে আত্রাই নদীতে এই অভিযান চালায় মৎস্য অধিদপ্তর। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনের নেতৃত্বে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিক, থানার এএসআই শিবলু রহমানসহ মৎস্য অধিদপ্তরের লোকজন অংশ নেন।
প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, জীববৈচিত্র্যে ভরপুর এ এলাকা। প্রতি বর্ষায় চলনবিলের মাছের সঙ্গে শামুক, ঝিনুকসহ জলজ জীববৈচিত্র্য দেখা যায়। বিলজুড়ে ডানা মেলে অসংখ্য সাদাবক, বালিহাসসহ নানা প্রজাতির অতিথি পাখি। প্রশাসনের এমন অভিযান জীববৈচিত্র্য ও প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম বলেন, কোনো অসাধু ব্যক্তি ও দুষ্কৃতিকারীরা যেন অবৈধভাবে মাছ ও বিলের জীববৈচিত্র্য ধ্বংস করতে না পারে, সে লক্ষ্যেই প্রশাসনের অভিযান। চলনবিলের মাছের মালিক সাধারণ জনগণ। বৈধভাবে সাধারণ মৎস্যজীবীসহ সবার জন্য বিল ও নদ-নদী উন্মুক্ত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল