রাশিয়ার একমাত্র দেশীয় টেলিভিশন প্রস্তুতকারক কোম্পানি কোভান্ট কম চাহিদা এবং উচ্চ খরচের কারণে উৎপাদন বন্ধ করে দিয়েছে। বুধবার কমার্স্যান্ট ব্যবসায়িক সংবাদপত্র জানিয়েছে, শেয়ারহোল্ডারদের কাছে সিইও এ বিষয়ে চিঠি দিয়েছে।
কোভান্টের সিইও মিখাইল ইটোনভ চিঠিতে লিখেছেন, কোম্পানিটি তার ভোরোনেজ-ভিত্তিক প্ল্যান্টে ইরবিস টেলিভিশন সেট তৈরি বন্ধ করে দিয়েছে এবং এই বছর উৎপাদন পুনরায় শুরু করার পরিকল্পনা করছে না।
কোভান্ট রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত একমাত্র রাশিয়ান টিভি নির্মাতা। কোম্পানির ঘনিষ্ঠ বেনামি সূত্র জানিয়েছে, উৎপাদন বন্ধ করার সিদ্ধান্তটি চাহিদা কম থাকা এবং মন্ত্রণালয়ের রেজিস্ট্রি জটিলতার কারণেই।
রাশিয়ান টেক ডিস্ট্রিবিউটর ওসিএসের কনজিউমার ইলেকট্রনিক্সের প্রধান ভ্লাদিস্লাভ বোরোডিন বলেছেন, ইরবিস টিভির দাম বিদেশি প্রতিযোগী কোম্পানিগুলোর চেয়ে বেশি ছিল। ভোক্তাদের আকর্ষণেও তাই তারা ব্যর্থ হয়েছে। তিনি আরও যোগ করেছেন, ব্যবসায়িক বিক্রয় কার্যক্রম টেকসই রাখার জন্য তা যথেষ্ট ছিল না।
সরকারি ক্রয়ের তথ্য থেকে দেখা যায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মূলত ইরবিস টিভির পরিবর্তে এলজি, সনি, স্যামসাং, শাওমি এবং হায়ারসহ বিদেশি ব্র্যান্ডগুলোকে বেছে নিচ্ছে।
কোয়ান্ট আগে চীনা কোম্পানি শাওমি এবং টিসিএলের ইলেকট্রনিক্স উৎপাদনের ঠিকাদার ছিল। তবে নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে দুটি কোম্পানি তখন থেকে রাশিয়ান প্ল্যান্টে যন্ত্রাংশ পাঠানো বন্ধ করে দিয়েছে।
২০১৬ সালে মস্কোর জেলেনোগ্রাদে প্রতিষ্ঠিত কোয়ান্টের রাজস্ব ১৫.৯ বিলিয়ন রুবেল (১৮৪ মিলিয়ন ডলার) এবং নিট মুনাফা ২০২৩ সালে ছিলো ৩.২ মিলিয়ন রুবেল (৩৭,০০০ ডলার)।
সূত্র: মস্কো টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল