ডিপ কগিটোর নামের নতুন কোম্পানি গোপনীয়তা ভেঙে প্রকাশ্যে এসেছে, যারা ব্যবহারযোগ্য এআই মডেলের এক পরিবার তৈরি করেছে। তাদের এই মডেলগুলো যুক্তি এবং অ-যুক্তি মোডে পরিবর্তন করা যেতে পারে। ওপেনএআই-এর ড়১-এর মতো যুক্তিনির্ভর মডেলগুলো গণিত ও পদার্থবিজ্ঞানে দারুণ সম্ভাবনা দেখিয়েছে।
কেননা, জটিল সমস্যা ধাপে ধাপে সমাধান করার মাধ্যমে এরা নিজেদের ভুলগুলোও কার্যকরভাবে যাচাই করতে পারে। তবে এর একটি মূল্য আছে : উচ্চতর কম্পিউটিং ক্ষমতা এবং সময়ক্ষেপণ। তাই অ্যানথ্রোপিকের মতো ল্যাব ‘হাইব্রিড’ মডেল আর্কিটেকচারের দিকে ঝুঁকছে, যা যুক্তিনির্ভর উপাদানের সঙ্গে স্ট্যান্ডার্ড, অ-যুক্তিনির্ভর উপাদানগুলোকে একত্রিত করে। হাইব্রিড মডেলগুলো দ্রুত সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে এবং আরও কঠিন প্রশ্নের সমাধানে অতিরিক্ত সময় ব্যয় করতে পারে। ডিপ কগিটোর সমস্ত মডেল, যেগুলোকে কগিট ১ বলা হয়, হাইব্রিড মডেল।
কগিটোর দাবি, তারা একই আকারের সেরা ওপেন মডেলগুলোকে ছাড়িয়ে গেছে, যার মধ্যে মেটা এবং চীনের এআই স্টার্টআপ ডিপসিকের মডেলও রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই