পয়লা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের আয়োজনে দিবসটি পালিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হবে। ঐতিহ্যবাহী এই দিনটি উদযাপনে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পরে অনুষদ চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।
এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় নববর্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন ছিল। তবে এ বছর আনন্দ শোভাযাত্রা করায় আলোচনা-সমালোচনা চলছে।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, এটা কি আনন্দ শোভাযাত্রা না কি মঙ্গল শোভাযাত্রা-তা মুখ্য বিষয় না। সংস্কৃতি এবং বৃহৎ আয়োজনগুলো কোনো ক্ষেত্রেই চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার না। এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান-এটা কে, কীভাবে করবে না-করবে, সে ব্যাপারে আমি কোনো ব্যক্তিগত মতামত বা খবরদারি করতে চাই না।
বিডি প্রতিদিন/এমআই