প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে নাকি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন বলিউড কিং শাহরুখ খান।
বর্তমানে আসন্ন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ। অন্যদিকে আইপিএলের সময়ে শাহরুখের আলাদা ব্যস্ততা থাকে।
এমন আবহেই বলিউডে কানাঘুষা- মেট গালার রেড কার্পেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন বাদশাহ। এ জল্পনার সূত্রপাত হয়, ‘ডায়েট সব্য’র অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে। যেখানে লেখা- অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদন দুনিয়ার দুই মহিরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছেন। একজন বলিউডের সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার।
আর এ বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন।