বিশ্ব গির্জা পরিষদের (ডব্লিউসিসি) মহাসচিব রেভারেন্ড ড. জেরি পিল্লে রবিবার (১৩ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জেনেভা-ভিত্তিক রেভারেন্ড পিল্লে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শান্তি, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা প্রচেষ্টার প্রতি বিশ্ব গির্জা পরিষদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন ও সংহতি জানাতে এসেছি।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশ্ব গির্জা পরিষদের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। উত্থান-পতন থাকবেই, তবে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ভবিষ্যতেও আপনাদের পাশে চাই। আশা করি, আপনারা আবার বাংলাদেশ সফর করবেন।
রেভারেন্ড পিল্লে বাংলাদেশের জলবায়ু অভিযোজন প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জানান, গাজীপুরে বিশ্ব গির্জা পরিষদের বাংলাদেশ শাখা একটি জলবায়ু কেন্দ্র চালু করেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রী ড. এ এফ এম খালিদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন