বিশ্ব অ্যাথলেটিকসে উঠল এক নতুন তারকার নাম মেলিসা জেফারসন উডেন। টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত পারফরম্যান্সে স্বর্ণ জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ২৪ বছর বয়সী অ্যাথলেট। সময় নিয়েছেন মাত্র ১০.৬১ সেকেন্ড।
এই সময়ের মধ্যে এর আগে কখনও কোনো নারী অ্যাথলেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ইভেন্টে সোনা জিততে পারেননি। শুধু তাই নয়, এটিই এই ইভেন্টের ইতিহাসে চতুর্থ দ্রুততম টাইমিং।
রেসে দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার তরুণ প্রতিভা টিয়া ক্লেটন। তিনি সময় নিয়েছেন ১০.৭৬ সেকেন্ড। তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ জিতেছেন সেন্ট লুসিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন জুলিয়েন আলফ্রেড, তার সময় ছিল ১০.৮৪ সেকেন্ড।
এবারের প্রতিযোগিতায় জেফারসন–উডেন এবং আলফ্রেডের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিল। কারণ মৌসুমের শুরু থেকেই দ্রুততম টাইমিং ছিল যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারেরই। যদিও হিট পর্বে আলফ্রেড ছিলেন এগিয়ে তাঁর সময় ছিল ১০.৯৩ সেকেন্ড, যেখানে জেফারসন–উডেন সময় নেন ১০.৯৯ সেকেন্ড। কিন্তু মূল ফাইনালে সব হিসাব উল্টে দিয়ে ইতিহাস গড়লেন জেফারসন–উডেন।
বিশ্ব মঞ্চে এই ইভেন্টে নিজের শেষ দৌড়ে অংশ নিয়েছিলেন জ্যামাইকার কিংবদন্তি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। শেষবারের মতো ট্র্যাকে নেমে তিনি সময় নিয়েছেন ১১.০৩ সেকেন্ড।
বিডি প্রতিদিন/মুসা