ওভাল টেস্টের শেষ দিনে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম দিলেন ক্রিস ওকস। বাঁ কাঁধের হাড় সরে যাওয়া অবস্থায় এক হাতে ব্যাট করতে নেমে জয় করলেন হাজারো ক্রিকেটপ্রেমীর হৃদয়। তার এই সাহসিকতা দেখে দাঁড়িয়ে সম্মান জানায় গ্যালারিভর্তি দর্শক।
ম্যাচের প্রথম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে গুরুতর আঘাত পান ওকস। স্ক্যানের পর জানা যায়, তার বাঁ কাঁধে ডিসলোকেশন হয়েছে। এরপর থেকেই বাঁ হাত ছিল স্লিংয়ে ঝুলন্ত, মাঠে ফেরার সম্ভাবনা ছিল ক্ষীণ। তবে শেষ দিনে যখন জয়ের জন্য রোমাঞ্চকর লক্ষ্য তাড়া করছিল ইংল্যান্ড, ঠিক তখনই সকল শঙ্কা উড়িয়ে এক হাতে ব্যাট করতে নামলেন ওকস।
জাম্পারের ভেতর বাঁ হাত গুঁজে রেখে, কেবল ডান হাতেই ব্যাট ধরে স্ট্রাইকে দাঁড়ান তিনি। তাঁর মুখে ছিল যন্ত্রণা, শরীরে সীমাবদ্ধতা, কিন্তু মনোবলে ছিল অসীম শক্তি। এই সাহসিকতা আর দায়বদ্ধতা ক্রিকেট ইতিহাসে অনন্য হয়ে থাকবে।
গ্যালারির প্রতিটি দর্শক বুঝতে পেরেছিলেন, ওকস কেবল একজন ব্যাটার হিসেবে নয়, এক অসাধারণ চরিত্র হিসেবে ক্রিজে হাজির হয়েছেন। গর্জে উঠেছিল ওভাল, গ্যালারির সবাই দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন এই ক্রিকেট যোদ্ধাকে।
চতুর্থ দিনের খেলা শেষে জো রুট বলেছিলেন, 'ওকস যদি প্রয়োজন পড়ে বাঁ হাতে ব্যাট করতে হয়, তাও করবে। এমনই ওর চরিত্র।' তিনি আরও বলেন, 'এই সিরিজে যেমন পান্ত চোট নিয়েও ব্যাট করেছিল, ওকসও দেখাচ্ছে খেলাটা খেলোয়াড়দের কাছে কতটা গুরুত্বপূর্ণ।'
বিডি প্রতিদিন/মুসা