চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের হারতে হয়েছিল ৬ উইকেটের ব্যবধানে। ভারত নিজেদের পরের ম্যাচটায়ও জয় পেয়েছে গতকাল পাকিস্তানের বিপক্ষে। এমন অবস্থায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নামছে ডু অর ডাই ম্যাচে।
আজ বিকেল ৩টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উইকেট হতে পারে ব্যাটিং–স্বর্গ-এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটর টনি হেমিং।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে সাত–আট মাস হলো হেমিং পিসিবির প্রধান কিউরেটর। চ্যাম্পিয়নস ট্রফির উইকেট তার রেসিপিতেই করা। সেই হেমিংয়ের দেওয়া পূর্বাভাসের পর মনে হচ্ছে, রাওয়ালপিন্ডির উইকেটেও নিরাপদ হবে না সে রকম রান। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সেরও সেটাই ধারণা।
গতকাল সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘এটা বড় রানের মাঠ এবং সেটা আমরা কাল লাহোরেও দেখেছি। কাজেই বড় রান করাই লক্ষ্য আমাদের। রান করতে হবে তিনশ’র বেশি।’
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচের ব্যাটিংয়ের চিত্র মনে রাখলে তিনশর বেশি রানের ছবি আঁকা কঠিন। ভারতের বিপক্ষে ওই ম্যাচে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই শেষ হয়ে যায় বড় রানের আশা। পরে তাওহিদ হৃদয় ও জাকের আলির রেকর্ডগড়া জুটির পরও ২২৭ রানের বেশি হয়নি দলের সংগ্রহ।
তবে আশাহত হতে চান না সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজের পারফরম্যান্সে অনুপ্রেরণা খুঁজে নিতে চান তিনি। সিমন্স বলেন, ‘গত পাঁচটি ওয়ানডেতে আমরা কয়েকবারই তিন শর বেশি রান করেছি। কাজেই আমাদের তা করার সামর্থ্য আছে। সর্বশেষ ম্যাচে আমরা ভালো শুরু করিনি। তবু ২০০ রান করেছি। যদি শুরুটা ভালো করি, আমরা তিনশ’র বেশি রান করতে পারব।’
বিডি প্রতিদিন/নাজিম