মেয়েদের ফুটবলে ভারত বধের ঘটনা নতুন নয় বাংলাদেশের জন্য। গত বছর নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আজ ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিঠাঙ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। বেলা ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবেন অর্পিতা বিশ্বাসরা।
গত বছর নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অর্পিতারা হারিয়েছেন ভারতকে। সেই ম্যাচে অর্পিতাদের বিপক্ষে খেলেছিলেন আনুশকা কুমারি, নিরা চানুরা। এক বছর আগের সেই দলের অনেকেই আজও প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন। পরিচিত দলটার বিপক্ষে এবারও জয়ের আশা করছে বাংলাদেশ। দলের সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘আমরা প্রথম ম্যাচে জয় পেয়েছি। তবে সেই ম্যাচে আমাদের আরও অনেক গোলের সুযোগ ছিল। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আমরা সেই ম্যাচ থেকে বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করেছি। আশা করছি পরের ম্যাচে সেই ভুলগুলো শোধরাতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। আমরা তাদের খেলা সম্পর্কে জানি। ভিডিও অ্যানালাইসিস করছি। ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাবছি আমরা। আগের ম্যাচের কথা ভুলে গিয়ে ভারত ম্যাচ নিয়েই ভাবছি। প্রতিটা ম্যাচেই আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’
বাংলাদেশ গতকাল অনুশীলন করেনি। রিকভারি সেশন করেছে। পাশাপাশি ভিডিও অ্যানালাইসিস সেশনও করেছে। ভারতের বিপক্ষে বয়সভিত্তিক লেভেলে অনেকবারই খেলেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫ লেভেলে ভারতীয় মেয়েদের বেশ কয়েকবার পরাজিত করেছে বাংলাদেশ। আবার ভারতের কাছে হেরে ২০১৮ ও ২০১৯ সালে শিরোপাবঞ্চিতও হয়েছে। অনূর্ধ্ব-১৭ লেভেলে ২০২৩ সালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ (১-০ গোলে)। আরও একবার প্রতিবেশী দেশটির বিপক্ষে খেলতে নামছে মেয়েরা। এবারে জয়ের লক্ষ্য পূরণ হবে কি!
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা নেপালকে উড়িয়ে দিয়েছে নিজেদের প্রথম ম্যাচে। জয় পেয়েছে ৭-০ গোলে। গোল ব্যবধানে অনেকটাই এগিয়ে গেছে তারা। বাংলাদেশ স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় পেয়েছে ৩-১ গোলে। আলপি আক্তার দুটি ও প্রীতি একটি করে গোল করেছেন দলের পক্ষে। গোল ব্যবধান কম থাকায় দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এবারের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে। প্রতিটা দলের বিপক্ষেই দুবার করে মাঠে নামতে হবে বাংলাদেশকে। এ কারণেই ভারতের বিপক্ষে আজকের জয় বেশ গুরুত্বপূর্ণ। দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক অর্পিতা আরও একটা শিরোপা নিয়ে বাড়ি ফেরার প্রত্যয় জানিয়েছিলেন। সেই লক্ষ্য পূরণ করতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
ভুটানের মাটিতে বাংলাদেশের মেয়েদের সুখস্মৃতি আছে ২০১৮ সালে। সেবার অনূর্ধ্ব-১৮ লেভেলে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ ফরম্যাটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অবশ্য অনূর্ধ্ব-১৫ লেভেলে ভুটানের মাটিতে দুবার ভারতের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এবার অনূর্ধ্ব-১৭ পর্যায়ে কী অপেক্ষা করছে!
বাংলাদেশ পরের ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে, ২৪ আগস্ট। এরপর দ্বিতীয় লেগের ম্যাচে ২৭ আগস্ট নেপাল, ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট ফের ভারতের মুখোমুখি হবেন অর্পিতারা। এবারের টুর্নামেন্টে কোনো ফাইনাল নেই। রাউন্ড রবিন পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দলই হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে হেড-টু-হেড পয়েন্ট দেখা হবে প্রথমে। তারপর হেড-টু-হেড গোল ব্যবধান। এখানেও সমান হলে দেখা হবে মোট গোলের ব্যবধান। অনিশ্চয়তা দূর করতে হলে জয়ের পাশাপাশি গোল ব্যবধানও বাড়াতে হবে বাংলাদেশের মেয়েদের।