বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সেবা প্রদান কোনো ক্রেডিট নয়, এটা দায়িত্ব।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, আপনারা যদি বিআরটিএতে কোনো অনিয়ম দেখেন তাহলে বলতে কার্পণ্য করবেন না। কারণ, আমরা আপনাদের সেবা দিতে বাধ্য।
এদিন জেলা প্রশাসনের উদ্যোগে এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রিন আমব্রেলা প্রকল্পের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪টি পরিবারের সদস্যদের ৫ লাখ করে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, চালকদের জন্য আন্তর্জাতিক মানের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করা হবে। প্রতি প্রশিক্ষণার্থীকে ১৮ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। চালকদের অবসর জীবনে পেনশন ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগও চলছে।
তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চালকদেরও প্রশিক্ষিত হতে হবে। শুধু প্রশিক্ষণ ও পোশাক নয়, এর মর্যাদা রক্ষা করতে হবে। যাত্রী ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম, গাড়ির ফিটনেস রক্ষা এবং দায়িত্বশীল ড্রাইভিং ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমি আপনাদের একজন খাদেম। আমি নিজেকে কখনও মনে করি না চেয়ারম্যান। আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। এই দেশটা আমার। দেশপ্রেম ইমানের অঙ্গ। শহীদ আনাছের চিঠি আমাকে প্রেরণা যোগায়। তিনি বলেছিলেন মা; সাত বছরের একটি ছেলে যদি রাস্তায় নেমে আসে আমি কী করে বাসায় বসে থাকতে পারি। ১৬ বছরের একটি শিশু সুন্দর একটা দেশ দেখানোর জন্য জীবনটা অকাতরে বিলিয়ে দিতে পারে, তাহলে আমার সার্বক্ষণিক এই দেশ গড়ে দেওয়ার দায়বদ্ধতা রয়েছে।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ হিসেবে পরিচয় দেওয়া একজন নাগরিকের চার কাজের প্রথম কাজ হচ্ছে সংবিধান ও অন্যান্য আইন সম্পর্কে জানা। দ্বিতীয়ত, শৃঙ্খলা বজায় রাখা। তৃতীয়ত, সরকারি দায়িত্ব পালন করা। আর চতুর্থত হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষা করা। সড়কে শৃঙ্খলা আনতে হলে ধারণক্ষমতা অনুযায়ী গাড়ি চলাচল করতে হবে। অন্যথায় আমার মতো আরও ১০ জন চেয়ারম্যান দায়িত্ব নিলেও সমস্যার সমাধান হবে না।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিআরটিএ উপপরিচালক হেমায়েত উদ্দিন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল